বিটিএসের উপর নিষেধাজ্ঞা, অমান্য করলে পেতে হবে কঠিন শাস্তি! - THE WATCHDOG POST

রাজধানীর তেজগাঁও এর স্বনামধন্য সরকারি স্কুলের একটি "তেজগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়"। মঙ্গলবার দেওয়া এক বিবৃতিতে বিটিএসের সকল সামগ্রীর উপর
1 min read

 রাজধানীর তেজগাঁও এর স্বনামধন্য সরকারি স্কুলের একটি "তেজগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়"। মঙ্গলবার  দেওয়া এক বিবৃতিতে বিটিএসের সকল সামগ্রীর উপর নিষেধাজ্ঞা দিয়েছে স্কুলটির প্রশাসন। উক্ত ঘটনায় স্কুলটির এক শিক্ষিকা বলেন, স্কুলের শিক্ষার্থীরা পড়াশোনা বাদ দিয়ে ধীরে ধীরে বিশ্বের আলোচিত ও সমালোচিত কোরিয়ান বয়-ব্যান্ড বিটিএসের উপর ঝুঁকে পড়ছে।


এতে নষ্ট হচ্ছে শিক্ষার্থীদের পড়াশোনা। এছাড়াও ওই শিক্ষিকা জানান, শিক্ষার্থীরা স্কুল ব্যাগে বই-খাতা আনার পরিবর্তে বিটিএসের বিভিন্ন সামগ্রী নিয়ে আসে যা গত কয়েকদিনে প্রচুর পরিমাণে বেড়েছে।এতে ক্ষিপ্ত হয়েই এই সিদ্ধান্ত নিয়েছে স্কুল প্রশাসন। স্কুলের শৃঙ্খলার পরিপন্থী এসব কর্মকাণ্ডের জন্য স্কুলের সামগ্রিক পাঠদানে ব্যাঘাত ঘটে বলেও জানান তিনি। তাই স্কুল প্রশাসনের নতুন নিয়ম অনুযায়ী প্রতিদিন ক্লাসে শিক্ষার্থীদের ব্যাগ চেক করা হবে এবং যদি কোনো শিক্ষার্থীর ব্যাগে বিটিএসের কোনোরকম সামগ্রীর উপস্থিতি লক্ষ্য করা যায় তবে ওই শিক্ষার্থীর অভিভাবককে অফিসিয়াল পত্র দেওয়া হবে বলে উক্ত নিয়মে উল্লেখ করা হয়েছে। 


নোটিশের আংশিকঃ


1 comment

  1. second ago
    বিটিএস আর্মি সকল মহিয়ষী নারীদের স্যালুট জানাই 🙃 তোমরাই আমাদের স্কুলটা ভাইরাল করবে😶