নিরাপদ সড়ক আন্দোলনের দাবীতে ফার্মগেট অবরোধ।

সড়ক দুর্ঘটনায় সরকারী বিজ্ঞান স্কুলের দশম শ্রেণির ছাত্র আলী হোসেনের মৃত্যুর ঘটনাকে ঘিরে রাজধানীর ফার্মগেট ও বিজয় সরণি এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ কর
1 min read

 সড়ক দুর্ঘটনায় সরকারী বিজ্ঞান স্কুলের দশম শ্রেণির ছাত্র আলী হোসেনের মৃত্যুর ঘটনাকে ঘিরে রাজধানীর ফার্মগেট ও বিজয় সরণি এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে তার সহপাঠীরা।

সোমবার (১২ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে তারা এই বিক্ষোভ কর্মসূচি শুরু করেন। এক ঘণ্টা পর অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা।



শিক্ষার্থীরা শিক্ষার্থীদের ‘উই ওয়ান্ট জাস্টিস; আমার ভাই মরলো কেন? প্রশাসন জবাব চাই; নিরাপদ সড়কের দাবি মানতে হবে, মানতে হবে’সহ নানা স্লোগান দিতে দেখা যায়।

সড়ক অবরোধ করায় জাহাঙ্গীর গেট থেকে শাহবাগ পর্যন্ত সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষব্রত ছাত্ররা বলছি নিরাপদ সড়কের আশ্বাস না পাওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে।

গতকাল রবিবার সকাল পৌনে ৭টার দিকে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার বিজি প্রেসের সামনে সড়ক দুর্ঘটনায় সরকারি বিজ্ঞান স্কুল ও কলেজের ছাত্র নিহত হন।নিহত শিক্ষার্থী আলী হোসেন দশম শ্রেণির ছাত্র। রাস্তা পার হওয়ার সময় আলী হোসেনকে গাড়ি ধাক্কা দিলে গুরুতর আহত হয়। পরে তাকে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত আলী হোসেনের বাড়ি বরিশাল জেলার মুলাদী থানার কৃষ্ণপুর গ্রামে।


You may like these posts

Post a Comment