ভারতের হারে দেশে পালিত হচ্ছে ইদুল হিন্দ! | বিনোদন

চলছে এশিয়া কাপের চলমান ১৫তম আসর। বলা হয় এশিয়া কাপ ভারতের জাতীয় সম্পদ, কেননা এই পর্যন্ত এশিয়া কাপে সর্বোচ্চ শিরোপা জয়ী দেশ ভারত। সেই ভারতই এখন কিনা খাচ

চলছে এশিয়া কাপের চলমান ১৫তম আসর। বলা হয় এশিয়া কাপ ভারতের জাতীয় সম্পদ, কেননা এই পর্যন্ত এশিয়া কাপে সর্বোচ্চ শিরোপা জয়ী দেশ ভারত। সেই ভারতই এখন কিনা খাচ্ছে নাকানিচুবানী!



গত রবিবার সুপার ফোরের প্রথম ম্যাচে লজ্জাজনকভাবে হেরে দুশ্চিন্তায় পড়ে যায় রোহিত শর্মার দল। সেই দুশ্চিন্তা ঢাকতে দুবাইতে শ্রীলংকার মুখোমুখি হয় ভারত।কিন্তু শেষ রক্ষা হলো না, ভারত-শ্রীলংকার ম্যাচে রোহিত শর্মার ভারতকে ৬ উইকেটে হারিয়েছে লংকানরা। লংকানদের কাছে হেরে এশিয়া কাপ অনেকটাই অনিশ্চিত হয়ে গেলো ভারতের! 

ফাইনালে যেতে এখন তথাকথিত চিরশত্রু পাকিস্তানের দিকে চেয়ে থাকতে হবে রোহিত শর্মা-ভিরাট কোহলিদের।পাকিস্তান বাকি দুই ম্যাচের একটি জিততে পারলে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত বর্তমান চ্যাম্পিয়ন ভারতের। বর্তমান এশিয়া কাপের দুই ফাইনালিস্টই কি টুর্নামেন্ট থেকে বাদ পড়ে যাবে? বাংলাদেশকে তো আগেই বিদায় জানিয়ে দিলো শ্রীলংকা পাশপাশি ভারতের বিদায়ের পথও সহজ করে দিয়ে গেলো।

গতকাল ভারতের হারের পর দেশের সোশ্যাল মিডিয়ায় উঠেছে আনন্দের ঝড়।বাস্তবিক দুনিয়ায় ভারতের সাথে অর্থনৈতিক ও সামাজিক সম্পর্ক থাকলেও ক্রিকেটের বেলায় একদমই ভিন্ন! ভারতের হারকে নিজেদের জয় বলে বিবেচনা করছে দেশের এক শ্রেণীর ক্রিকেটপ্রেমীরা। তাই এই জয়ের আনন্দকে নাম দিয়েছে "ঈদুল হিন্দ"। নেট পাড়ায় ভারতকে নিয়ে করা হচ্ছে ব্যাপক আলোচনা-সমালোচনা। মধ্য দিয়ে ট্রলও করছেন অনেকে।একজন লিখেছেন, ভারতের পরাজয়ে কাঁদে না যার মন, কে বলে বাংলাদেশী তারে।রাজাকার সেই জন।

স্কুল জীবনে থাকতে , নিজে ফেল করার পরও যখন বন্ধুকে ফেল করতে দেখি তখন অনিচ্ছাকৃতভাবে নিজের মনে শত কষ্টের মধ্যে আনন্দের হাওয়া বইতে শুরু করে। এই যেনো তারই বহিঃপ্রকাশ মাত্র!

Post a Comment