রানী এলিজাবেথ মারা গেছেন।

রাজপরিবার নিশ্চিত করেছে যে রানি আজ বিকেলে বালমোরালে শান্তিপূর্ণভাবে মারা গেছেন।রাজা এবং রানী কনসোর্ট আজ সন্ধ্যায় বালমোরালে থাকবেন এবং আগামীকাল লন্ডনে

 


রাজপরিবার নিশ্চিত করেছে যে রানি আজ বিকেলে বালমোরালে শান্তিপূর্ণভাবে মারা গেছেন।। রানী এলিজাবেথের ব্যাক্তিগত চিকিৎসক  তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি।গতকালই প্রচন্ড অসুস্থ হয়ে যাওয়ার পর তাকে জরুরী সেবা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তরিত করে।  

রানির কোড ‘লন্ডন ব্রিজ’। তিনি মারা যাওয়ার পর বিশেষ টেলিফোন লাইনে বিষয়টি জানানোর সময় সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা বলছিলেন, ‘লন্ডন ব্রিজ ইজ ডাউন’ ।যুক্তরাজ্যসহ বিশ্বের সর্বত্র ইউনিয়ন জ্যাক পতাকা অর্ধনমিত রাখা হবে। দূতাবাসগুলোতে খোলা হবে শোকবই।অন্ত্যেষ্টিক্রিয়া শুরুর আগ পর্যন্ত রানিকে ওয়েস্টমিনিস্টার হলে রাখা হবে। এখানেই ১২ দিন ধরে তাকে শ্রদ্ধা জানানোর সুযোগ দেওয়া হবে বলে ধারণা করা হচ্ছে। শোক প্রক্রিয়ায় রানির প্রিয় পশুপাখিদেরও সম্পৃক্ত করা হবে।রানির কফিনে একটি ‘আলগা ডালা’ থাকবে বলেও গার্ডিয়ান জানিয়েছে; যেখানে মুকুট ও অন্যান্য রত্নসামগ্রী থাকবে। অন্ত্যেষ্টিক্রিয়ার দিন ডালাটি সরিয়ে ফেলা হবে।

শ্রদ্ধা জানানো শেষে চার্চ অব ইংল্যান্ডের জ্যেষ্ঠ বিশপ আর্চবিশপ অব ক্যান্টারবুরি ওয়েস্টমিনিস্টার অ্যাবে কিংবা সেইন্ট পল ক্যাথেড্রালে রানির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ার কাজ শুরু করবেন।


নতুন রাজা হচ্ছেন রানী এলিজাবেথ পুত্র চার্লস।

Post a Comment