সড়ক দুর্ঘটনায় বিজ্ঞান স্কুলের ছাত্রের মৃত্যু!

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় সকাল পৌনে ৮টার দিকে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন তেজগাঁও এর স্বনামধন্য ও ঐতিহাসিক স্কুল "সরকারী বিজ্ঞান কলেজ সংযুক্ত

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় সকাল পৌনে ৮টার দিকে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন তেজগাঁও এর স্বনামধন্য ও ঐতিহাসিক স্কুল  "সরকারী বিজ্ঞান কলেজ সংযুক্ত হাই স্কুল" এর দশম শ্রেনীর ছাত্র আলী হোসেন।


 

১১ই সেপ্টেম্বর (রোববার) সকালে বিজিপ্রেস এলাকায় এই দুরঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখনাকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


তেজগাঁও শিল্পাঞ্চল থানার ডিউটি অফিসার আব্দুল আলীম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। 

উল্লেখ্য যে,

বরিশাল মুলাদী উপজেলার কৃষ্ণপুর গ্রামের আজমির হোসেন ও সেলিনা বেগম দম্পত্তির এক ছেলে আলী হোসেন। বিজ্ঞান স্কুলের দশম শ্রেণীর দিবা শাখায় পড়তো সে। থাকতো তেজগাঁও কুনিয়াপাড়ায় পরিবারের সাথে।

পিতা আজমীর হোসেন জানান, কোচিং করার উদ্দেশ্যে বাসা বের হয়ে আলী। 

(বিঃদ্রঃ কোচিং বাণিজ্য ২০ দিনের জন্য বন্ধ রাখা হয়েছিলো)

Post a Comment