ইউটিউবে 'প্রোগ্রামিং' ভিডিও ছেড়ে নিজেদের চ্যানেল ফিরত আনলেন সময় টিভি!

১৬ অক্টোবর, রোববার দুপুর সাড়ে ১২টা। হঠাৎ করেই দেশের সংবাদভিত্তিক শীর্ষ টেলিভিশন চ্যানেল সময় টেলিভিশনের অফিশিয়াল ইউটিউব চ্যানেলটি হ্যাক রহস্যজনকভাবে হয়


১৬ অক্টোবর, রোববার দুপুর সাড়ে ১২টা। হঠাৎ করেই দেশের সংবাদভিত্তিক শীর্ষ টেলিভিশন চ্যানেল সময় টেলিভিশনের অফিশিয়াল ইউটিউব চ্যানেলটি হ্যাক রহস্যজনকভাবে হয়ে যায়। ইউটিউব চ্যানেলের নিয়ন্ত্রণ নিয়ে  ভিটালিক বুটেরিন নামক ক্রিপ্টো গডফাদারের নেতৃত্বে হ্যাকাররা শুরুতেই সময় টিভির নাম বদলে ‘ইথেরিয়াম ২.০’ করে দেয়। মূল চ্যানেলে একটি ভিডিও পোস্ট করে হ্যাকার ক্রিপ্টোকারেন্সিতে সময় টিভি কর্তৃপক্ষের কাছে অর্থ দাবি করে। তবে সময় টিভির প্রধান আইটি বিশেষজ্ঞ সালাহউদ্দীন সেলিমের নেতৃত্বে  মাত্র ১০ মিনিটের প্রচষ্টায় হ্যাকারদের কাছ থেকে চ্যানেলটির নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করা হয়। 

এই নিয়ে সময় টিভিতে একটি ভিডিও প্রকাশ করেন সময় টেলিভিশনের আইটি শাখা। সেই ভিডিও-তে সাধারণত দেখানোর চেষ্টা করেন  প্রযুক্তিবিদরা কিভাবে প্রচেষ্টা চালিয়ে চ্যানেল ফিরত আনার চেষ্টা করেছিলেন। কিন্তু উক্ত ভিডিও নিয়ে দর্শকমহলে ব্যাপক হাস্যরসের সৃষ্টি হয়েছে। 

ভিডিও-র এক পর্যায় দেখা যায় ,  প্রযুক্তিবিদ সালাউদ্দিন সেলিম কম্পিউটারের 'সিএমডি' চালু করে ইউটিউবের স্ক্রিনে নিয়ে গিয়ে এলোপাতাড়ি টাইপ করছেন। প্রকৃতপক্ষে ইউটিউব চ্যানেল ফিরত আনতে বা সংশ্লিষ্ট কাজে 'সিএমডি'-র কোনো প্রকার দরকার পড়ে না। শুধু তাই নয়, সিএমডি ব্যবহারের পাশাপাশি  ইউটিউবে একটি 'প্রোগ্রামিং' ভিডিও ছেড়ে দেওয়া হয়েছিলো।  ইউটিউব ফিরত আনার সাথে এর কি সম্পর্ক  বুঝতে পারলো না সাধারণ জনগণ।    

Post a Comment