দেশে ফিরছেন তারেক রহমান!

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশে আসার প্রস্তুতি নিয়েছেন বলে বিএনপির কয়েকটি সূত্র নিশ্চিত করেছে ।গত ১ অক্টোবর যুক্তরাজ্য শাখার যুবদ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশে আসার প্রস্তুতি নিয়েছেন বলে বিএনপির  কয়েকটি সূত্র নিশ্চিত করেছে ।গত ১ অক্টোবর যুক্তরাজ্য শাখার যুবদল সভাপতি এম এ মালেকের ভিডিও  সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের পর তারেক রহমানের দেশে আসার গুঞ্জনটি তীব্র হয়।




বেশ কয়েকবছর ধরেই তারেক রহমানের দেশে আসার বিষয়টি নিয়ে চলছে নানান তর্ক-বিতর্ক। যদিও কেউ কিছু খুলে বলেননি। বিএনপির ঘনিষ্টজনদের মতে ২০১৮ ও ২০২১ সালেও দেশে আসতে চেয়েছিলেন তিনি তবে পাসপোর্ট জটিলতায় আসতে পারেননি। তবে এবার যুক্তরাজ্যে বিএনপির যুবদল শাখার সভাপতি ও তারেক রহমানের ঘনিষ্ট মিত্র এম এ মালেক তার ফিরে আসার বিষয়টি প্রায় নিশ্চিত করে ফেলেছেন।

 এম এ মালেক বলেন, "পাসপোর্ট এম্বাসি দিচ্ছে না। যেদিন এম্বাসি পাসপোর্ট হ্যান্ডওভার করবে ঠিক তার পরের দিনই নেতা বাংলাদেশে যাওয়ার ডেট ডিক্লেয়ার করে দিবেন ইনশাল্লাহ"  

এছাড়াও তারেক রহমান নিজেই তার ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবী করে তিনি বলেন,

উনি বাংলাদেশে যাওয়ার ফুল প্রস্তুতি চলছে।বাংলাদেশে গনতন্ত্র পুনরুত্থানের লড়াইয়ে দেশনায়ক তারেক রহমানকেই এই নেতৃত্ব দিতে হবে। 

'পাসপোর্ট যদি না পায়' সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 

আমরা আবেদন করেছি। পাসপোর্ট দিতেই হবে। পাসপোর্ট একটি নাগরিকের অধিকার।তার গনতান্ত্রিক অধিকার। পাসপোর্ট দিবে না কেন? আমরা তো রিনিউ করেছিলাম আরো আট বছর আগে।

দেশে ফিরবে তারেক রহমান,হাইকমিশন পাসপোর্ট দিলে তারিখ ঘোষনা

Posted by জাতীয়তাবাদী যুবদল ফটিকছড়ি পৌরসভা on Saturday, October 1, 2022

গত কিছু মাস ধরে তারেক রহমান দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন । মার্চে আসার কথা থাকলেও পাসপোর্ট জটিলতা উল্লেখ করে তিনি আসতে পারেননি বলে জানিয়েছেন যুক্তরাজ্যভিত্তিক কিছু সূত্র। 

Post a Comment