ঢাকা বোর্ডের বাংলা প্রশ্নে একাদিক সূক্ষ্ম ভুল!

উপরুক্ত সৃজনশীলের (ঘ) নং প্রশ্নে বলা হয়েছে "উদ্দীপকের 'কামেল পীরের মাজার' ও 'লালসালু' উপন্যাসের 'মোদাচ্ছের পীরের মাজার' এক ও অভিন্ন"

 

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা




আজ ৬ই নভেম্বর সারা দেশে শুরু হয়েছে বহুল কাঙ্ক্ষিত এইচএসসি পরীক্ষা। দীর্ঘ দেড় বছর করোনার কবলে শিক্ষাপ্রতিষ্ঠান বার-বার বন্ধ হলে অনিশ্চিত হয়ে যায় এইচএসসি পরীক্ষা। এছাড়াও শিক্ষার্থীদের মধ্যে দেখা যায় ভীত পরিস্থিতি। সব বাধা পেরিয়ে আজ বাংলা ১ম পত্রে বিষয় দিয়ে শুরু হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা। 

কিন্তু এই পরীক্ষাতেই ভুল প্রশ্নের কারনে সমস্যায় পড়তে হয় বহু শিক্ষার্থীকে। একাধিক শিক্ষার্থী পরীক্ষা শেষে সাংবাদিকদের  তাদের ভয়াল প্রশ্ন ভুলের মতো অভিজ্ঞতা জানান। 

ঢাকা বোর্ডের ভুল প্রশ্ন

    

উপরুক্ত সৃজনশীলের (ঘ) নং প্রশ্নে বলা হয়েছে "উদ্দীপকের  'কামেল পীরের মাজার' ও 'লালসালু' উপন্যাসের 'মোদাচ্ছের পীরের মাজার' এক ও অভিন্ন" এবং এই নিয়ে মতামত চেয়েছিলো। এই প্রশ্নের  একদম নির্ভুল উত্তর হলো, দুটোই ভিন্ন। কারন উদ্দীপকের জব্বার আলী কামেল পীরের মাজারকে স্বপ্নে দেখেছিলো এবং এই নিয়ে গ্রামবাসী একটি পরিত্যক্ত মাজারও খুঁজে পেয়ে যায়।

উদ্দীপক

কিন্তু 'লালসালু' উপন্যাসের মজিদ কোনো পীরের মাজার স্বপ্নে দেখে না এবং ভন্ডামীর জোরে অন্যের কবরকে 'মোদাচ্ছের পীরের মাজার' বানিয়ে তাতে ব্যবসা শুরু করে দেয়।প্রকৃতপক্ষে 'মোদাচ্ছের পীরের মাজার' এর কোনো অস্তিত্ব নেই তবে উদ্দীপক অনুযায়ী 'কামেল পীরের মাজার' এর অস্তিত্ব আছে।  এছাড়াও উদ্দীপকের জব্বার আলী কি ভন্ড ছিলেন কিনা সেই পক্ষে উদ্দীপকে কোনো যুক্তিই পেশ করানো হয়নি। কয়েকজন কলেজের শিক্ষক প্রশ্ন যাচাই করে বলেছেন যে, এখানে সমগ্র প্রশ্নটাতেই সূক্ষ্ম ভুল পাওয়া গেছে!


এছাড়াও বহুনির্বাচনী প্রশ্নেও পাওয়া গেছে আরেকটি ভুল! বহুনির্বাচনী প্রশ্নগুলোর একটি হলো,


'উক্ত চরিত্র ( জমিলা) সৃষ্টিতে লেখকের মূল উদ্দেশ্য হলো-' এই প্রশ্নের ৩টি উত্তরের মধ্যে প্রথমটিতে রয়েছে 'নির্জীব ধর্মতন্ত্র' নামে দুইটি শব্দ। এই দুটি শব্দই পরস্পর ভুল। কেননা 'নির্জীব ধর্মতন্ত্র' বলতে পৃথিবীতে কিছুই নেই। তবে এর সঠিক উত্তর ধরা হলে হবে, (গ) iii । কেননা মজিদ জমিলার উপর নির্যাতন করতেন নিজের অস্তিত্ব সংকটে পড়বে বলে। প্রশ্নপত্রের এই প্রশ্নটির সূক্ষ্ম ভুলেও ব্যাপক সমস্যা পড়েছেন অনেকে। কেউ কেউ ঢাকা বোর্ডের কাছে এই ভুল প্রশ্নের ব্যাখাও চেয়েছেন।  

এছাড়াও সৃজনশীল প্রশ্নপত্রের ১১নং প্রশ্নে দেখা মিলে সাম্প্রদায়িকতার চিত্র! 




সেখানে লেখা হয়, বড় ভাইকে শায়িস্তা করতে ছোটভাই এক মুসলমান ব্যাক্তির কাছে জমি বিক্রি করে দেন এবং ওই ব্যাক্তি গরু কোরবানি দিলে বড় ভাইয়ের মন ভেঙ্গে যায় যা সাম্প্রদায়িক বৈষম্য নির্দেশ করে। যা বাংলাদেশের মুসলমান ও হিন্দু সম্প্রদায়ের জনগণদের মনে ক্ষোভের সৃষ্টি করেছে।

এক শিক্ষার্থী বলেন, "আমি যখন এই প্রশ্নটি পাই তখনই বুঝে গিয়েছিলাম যে প্রশ্নটি ভুল তবে তা এতোটাই সূক্ষ্ম যে অনেক টিচাররাও এর ভুল ধরতে পারবেন না। ফলে আমাদের নিজেদের নম্বরের উপরই সমস্যা পড়বে। আমি শিক্ষামন্ত্রীর নিকট আবেদন জানাই , অভিলম্বে এই ভুল প্রশ্নের জন্য সংশ্লিষ্ট ব্যাক্তিদের জবাবদিহিতা চাই।'  

Post a Comment