মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা |
আজ ৬ই নভেম্বর সারা দেশে শুরু হয়েছে বহুল কাঙ্ক্ষিত এইচএসসি পরীক্ষা। দীর্ঘ দেড় বছর করোনার কবলে শিক্ষাপ্রতিষ্ঠান বার-বার বন্ধ হলে অনিশ্চিত হয়ে যায় এইচএসসি পরীক্ষা। এছাড়াও শিক্ষার্থীদের মধ্যে দেখা যায় ভীত পরিস্থিতি। সব বাধা পেরিয়ে আজ বাংলা ১ম পত্রে বিষয় দিয়ে শুরু হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা।
কিন্তু এই পরীক্ষাতেই ভুল প্রশ্নের কারনে সমস্যায় পড়তে হয় বহু শিক্ষার্থীকে। একাধিক শিক্ষার্থী পরীক্ষা শেষে সাংবাদিকদের তাদের ভয়াল প্রশ্ন ভুলের মতো অভিজ্ঞতা জানান।
ঢাকা বোর্ডের ভুল প্রশ্ন |
উপরুক্ত সৃজনশীলের (ঘ) নং প্রশ্নে বলা হয়েছে "উদ্দীপকের 'কামেল পীরের মাজার' ও 'লালসালু' উপন্যাসের 'মোদাচ্ছের পীরের মাজার' এক ও অভিন্ন" এবং এই নিয়ে মতামত চেয়েছিলো। এই প্রশ্নের একদম নির্ভুল উত্তর হলো, দুটোই ভিন্ন। কারন উদ্দীপকের জব্বার আলী কামেল পীরের মাজারকে স্বপ্নে দেখেছিলো এবং এই নিয়ে গ্রামবাসী একটি পরিত্যক্ত মাজারও খুঁজে পেয়ে যায়।
উদ্দীপক |
কিন্তু 'লালসালু' উপন্যাসের মজিদ কোনো পীরের মাজার স্বপ্নে দেখে না এবং ভন্ডামীর জোরে অন্যের কবরকে 'মোদাচ্ছের পীরের মাজার' বানিয়ে তাতে ব্যবসা শুরু করে দেয়।প্রকৃতপক্ষে 'মোদাচ্ছের পীরের মাজার' এর কোনো অস্তিত্ব নেই তবে উদ্দীপক অনুযায়ী 'কামেল পীরের মাজার' এর অস্তিত্ব আছে। এছাড়াও উদ্দীপকের জব্বার আলী কি ভন্ড ছিলেন কিনা সেই পক্ষে উদ্দীপকে কোনো যুক্তিই পেশ করানো হয়নি। কয়েকজন কলেজের শিক্ষক প্রশ্ন যাচাই করে বলেছেন যে, এখানে সমগ্র প্রশ্নটাতেই সূক্ষ্ম ভুল পাওয়া গেছে!
এছাড়াও বহুনির্বাচনী প্রশ্নেও পাওয়া গেছে আরেকটি ভুল! বহুনির্বাচনী প্রশ্নগুলোর একটি হলো,